দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
দিল্লি বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। শিক্ষাকর্মী নিয়োগ করা হবে জানিয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এই নিয়োগ। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছ ১৩৭টি। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্যও স্নাতক যোগ্যতা থাকা চাই। পাশাপাশি প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
কী ভাবে আবেদন করবেন?
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৬ জানুয়ারি ২০২৫-এর মধ্যে। নিয়োগ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।