WB Govt Job Recruitment 2024

উত্তর ২৪ পরগনা জেলায় ডেটা ম্যানেজার পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?

প্রতি মাসে নিযুক্ত ব্যক্তিকে পারিশ্রমিক দেওয়া হবে ১১,০০০ টাকা করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৪ ১৮:৪৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

উত্তর ২৪ পরগনা জেলায় কাজের সুযোগ রয়েছে। বৃহস্পতিবার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলায় কন্যাশ্রী প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য বৃহস্পতিবার থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

জেলায় নিয়োগ হবে ডেটা ম্যানেজার পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির পোস্টিং হবে ব্যারাকপুর-১ ব্লকে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রতি মাসে নিযুক্ত ব্যক্তিকে পারিশ্রমিক দেওয়া হবে ১১,০০০ টাকা করে।

আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোনও সার্টিফিকেট কোর্সও পাশ করতে হবে। এ ছাড়া প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা এবং ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি।

এই পদে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৬ এপ্রিল। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement