Ministry of Coal Recruitment 2023

কেন্দ্রীয় কয়লা মন্ত্রকে কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?

মন্ত্রকের মাইনিং ডিভিশন অফ কোল কন্ট্রোলারস অর্গানাইজেশনে পেশাদার পদে কর্মী প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১২:০০
Coal Mine

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে কাজ করার সুযোগ। কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের মাইনিং ডিভিশন অফ কোল কন্ট্রোলারস অর্গানাইজেশনে পেশাদার পদে তরুণ কর্মী (ইয়ং প্রফেশনাল) নিয়োগ করা হবে। ওই পদে মোট সাত জন কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের দেশের যে কোনও কয়লা কিংবা লিগনাইট খনিতে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

বয়স:

আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

নিয়োগ পদ্ধতি:

  • প্রার্থীদের চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ করা হবে।
  • আবেদনকারীদের পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের জীবনপঞ্জি, শংসাপত্র-সহ অন্যান্য নথি ডাকযোগে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদন গ্রহণ করা হবে ৩১ অক্টোবর পর্যন্ত। নিয়োগ এবং পদ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন