BHU Recruitment 2024

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে দু’টি পদে কর্মী নিয়োগ, বেতন কত?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে উভয় পদে। ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-র তরফে জেরিয়াট্রিক মেডিসিন বিভাগে নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩১
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

চাকরির সুযোগ দিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সেই মর্মে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সিনিয়র রেসিডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে উভয় পদে। ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-র তরফে জেরিয়াট্রিক মেডিসিন বিভাগে এই পদে নিয়োগ করা হবে। সিনিয়র রেসিডেন্ট পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১ লক্ষ টাকা/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বেতন পাবেন ১ লক্ষ ১০ হাজার টাকা। উভয় পদে আবেদনের জন্য জেরিয়াট্রিক মেডিসিন/জেনারেল মেডিসিন/ফ্যামিলি মেডিসিন ডক্টর অফ মেডিসিন ডিগ্রি থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে। ২১ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন