CEL Recruitment 2025

অ্যাকাউন্টস অফিসার-সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ সেন্ট্রাল ইলেক্ট্রনিক্স লিমিটেডে

অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগে অগ্রাধিকার। আবেদনের জন্য ১,০০০ টাকা ফি হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৭:১৪
Central Electronics Limited (CEL).

সেন্ট্রাল ইলেক্ট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল ইলেক্ট্রনিক্স লিমিটেড। কেন্দ্র সরকার অধীনস্থ এই সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাঁচটি রেগুলার পোস্ট এবং দু’টি চুক্তিভিত্তিক পোস্টে কর্মখালি রয়েছে।

Advertisement

রেগুলার পোস্ট হিসাবে অ্যাকাউন্টস অফিসার এবং কোম্পানি সেক্রেটারি পদে দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া থেকে উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের পূর্বের সরকারি সংস্থায় উল্লিখিত পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

ল অফিসার এবং পারচেজ় অফিসার পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ল অফিসার হিসাবে আইন বিষয়ে উচ্চশিক্ষিত ব্যক্তিকে বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁর দু’বছর কোনও সরকারি কিংবা সরকার পোষিত প্রতিষ্ঠানে উল্লিখিত পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পারচেজ় অফিসার পদে এমবিএ সম্পূর্ণ করেছেন এবং কোনও সরকারি প্রতিষ্ঠানে স্টোরস কিংবা প্রোকিয়োরমেন্ট বিভাগে পূর্বে অন্তত দু’বছর কাজ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে।

আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। ৪০,০০০-১,৪০,০০০ টাকা বেতনক্রমে প্রতি মাসের বেতন বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে ১,০০০ টাকা আবেদনমূল্য জমা দিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ১১ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন