এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ছবি: সংগৃহীত।
কলকাতার সরকারি প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন। সল্টলেকের সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি)-এর অর্থপুষ্ট প্রকল্পে এক জন রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে।
ওই কাজের জন্য পিএইচডি ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তাঁর কম্পিউটেশনাল মেনি-বডি ফিজ়িক্স নিয়ে গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ১১ অক্টোবর, ২০২৫ পর্যন্ত নিযুক্ত ব্যক্তিকে চুক্তির ভিত্তিতে সংশ্লিষ্ট কাজের জন্য বহাল রাখা হবে। কাজ চলাকালীন নিযুক্ত ব্যক্তি এসইআরবি-র নিয়মমাফিক প্রতি মাসে নির্দিষ্ট পারিশ্রমিক পাবেন।
আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি আবেদনপত্রের সঙ্গে ডাকযোগে কিংবা ইমেল মারফত জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। এই বিষয়ে আরও জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।