ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কলকাতা শাখায় কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার কেমিক্যাল সায়েন্সেস বিভাগের গবেষণা প্রকল্পে কর্মখালি রয়েছে। মোট এক বছরের চুক্তিতে ওই গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট প্রকল্পে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক এবং স্কিম ফর ট্রান্সফরমেশনাল অ্যান্ড অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (এমওই-স্টারস) আর্থিক অনুদান দেবে। প্রজেক্ট অ্যাসোসিয়েটের পারিশ্রমিক হিসাবে ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
রসায়ন বা জীববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে নিয়োগ করা হবে। তবে প্রাণীবিদ্যা, মলিকিউলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, সিন্থেটিক কেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আবেদনকারীদের ইমেল মারফত সমস্ত আনুষঙ্গিক নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ জানুয়ারি। বাছাই করা প্রার্থীদের জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।