ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ছবি: সংগৃহীত।
নয়াদিল্লির ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এ কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘নিশীথ’ শীর্ষক প্রকল্পের জন্য জুনিয়র প্রজেক্ট ফেলো পদে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি মাত্র পদে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে এডুকেশন, সোশ্যাল সায়েন্স কিংবা বিজ্ঞান, কলা শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের ইংরেজিতে সাবলীল হতে হবে। তবে, বিএড সম্পূর্ণ করেছেন, কিংবা এডুকেশনে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
পদপ্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। নিযুক্তদের জন্য সাম্মানিক বাবদ প্রতি মাসে ৩৫ হাজার টাকা থেকে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট পদে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
পদপ্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তাই আলাদা করে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। পরিবর্তে সরাসরি নয়াদিল্লির দফতরে ২৭ জানুয়ারি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।