BEL Recruitment 2025

ইঞ্জিনিয়ারেরা পাবেন চাকরির সুযোগ, নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র অধীনস্থ সংস্থা

ডেপুটি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। নিযুক্তদের জন্য প্রতি বছরে ১২ লক্ষ টাকা থেকে শুরু করে ১২ লক্ষ ৫০ হাজার টাকা বেতন হিসাবে ধার্য করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:২৪
Bharat Electronics Limited Recruitment.

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় সংস্থায় চাকরি করতে চান? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিচ্ছে সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৮টি শূন্যপদে বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। উল্লিখিত পদে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে রয়েছে বেশ কিছু শর্ত।

Advertisement

ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল— উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। ডেপুটি ইঞ্জিনিয়ার হিসাবে তাঁদের কাজ করতে হবে।

নিযুক্তদের মোট পাঁচ বছরের চুক্তিতে কাজ করতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রতি বছর ১২ লক্ষ টাকা থেকে শুরু করে ১২ লক্ষ ৫০ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ২৮ বছর বয়স হওয়া বাঞ্ছনীয়।

উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও। আবেদনমূল্য ৪৭২ টাকা। যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের শেষ দিন ৬ ফেব্রুয়ারি।

Advertisement
আরও পড়ুন