ইস্কো স্টিল প্ল্যান্ট। ছবি: সংগৃহীত।
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের বার্নপুরের ইস্কো স্টিল প্লান্টে সরাসরি কর্মী নিয়োগ করা হবে। ওই প্লান্টে পরামর্শদাতা হিসাবে স্পোর্টস কোচ পদে কর্মখালি রয়েছে। শূন্যপদ চারটি।
স্পোর্টস কোচ পদে অনূর্ধ্ব ৬৪ বছর বয়সি প্রার্থীদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট এবং ফুটবল— এই চারটি ক্ষেত্রে অন্তত ১৫ বছরের কোচিং দেওয়ার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই সঙ্গে জাতীয়, রাজ্য কিংবা জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় মেডেল থাকতে হবে। পাশাপাশি নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস থেকে স্পোর্টস কোচিংয়ের ডিগ্রি থাকা আবশ্যক।
উল্লিখিত বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্ত ব্যক্তিদের যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি মাসের পারিশ্রমিক ২৮,০০০ থেকে ৩৬,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউ এবং মেডিক্যাল এগজ়ামিনেশনের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য সরাসরি বার্নপুরের ইস্কো স্টিল প্লান্টে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ হবে ১০ ডিসেম্বর। সংশ্লিষ্ট পদে নিয়োগ সম্পর্কিত বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।