এমস কল্যাণী। সংগৃহীত ছবি।
কল্যাণীর কেন্দ্রীয় মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ শিক্ষকতার সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠান অধীনস্থ কলেজ অফ নার্সিংয়ে নিয়োগ করা হবে শিক্ষকদের। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
এমস কল্যাণীর কলেজ অফ নার্সিংয়ে নিয়োগ হবে গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক পদে। মোট শূন্যপদ দু’টি। নিযুক্তদের সংশ্লিষ্ট কলেজে ইংরেজি এবং বাংলা পড়ানোর জন্য নিয়োগ করা হবে। কাজের মেয়াদ থাকবে চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৪-’২৫ থেকে শুরু করে ২০২৬-’২৭ শিক্ষাবর্ষ পর্যন্ত। ইংরেজি এবং বাংলা পড়ানোর জন্য শিক্ষকদের প্রতি শিক্ষাবর্ষে যথাক্রমে ৬০ এবং ৩০ ঘণ্টার ক্লাস নিতে হবে।
অতিথি শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। প্রতি ঘণ্টার ক্লাস পিছু তাঁদের সাম্মানিক হবে ১০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইংরেজি বা বাংলায় স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পিএইচডি থাকলে মিলবে অগ্রাধিকার। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে অন্যান্য নথি-সহ তা বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। আগামী ২৭ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী বছরের ২৮ জানুয়ারি বেলা ১১টায় প্রতিষ্ঠানেই হবে ইন্টারভিউ। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।