Virat Kohli

মেলবোর্নে পৌঁছেই মেজাজ হারালেন কোহলি, তর্ক অসি সাংবাদিকের সঙ্গে, কী হয়েছিল?

রবিচন্দ্রন অশ্বিন ব্রিসবেন থেকে দেশে ফিরে এলেও ভারতীয় দল পৌঁছে গিয়েছে মেলবোর্নে। সেখানে পা রেখেই মেজাজ হারাতে দেখা গেল বিরাট কোহলিকে। এক অস্ট্রেলীয় সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:২৫
cricket

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

রবিচন্দ্রন অশ্বিন ব্রিসবেন থেকে দেশে ফিরে এলেও ভারতীয় দল পৌঁছে গিয়েছে মেলবোর্নে। চতুর্থ টেস্ট খেলতে বৃহস্পতিবার সকালেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে চলে গিয়েছে গোটা দল। তবে মেলবোর্নে পা রেখেই মেজাজ হারাতে দেখা গেল বিরাট কোহলিকে। এক অস্ট্রেলীয় সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন তিনি।

Advertisement

ভারতীয় দলের ছবি তুলতে মেলবোর্নে জড়ো হয়েছিলেন চিত্র সাংবাদিকেরা। এক এক করে ক্রিকেটার বেরিয়ে আসার পরে ছবি তোলার পালা চলছিল। সমস্যা হয় কোহলি বেরনোর পর। কোহলির ছবি তুলেই ক্ষান্ত ছিলেন না চিত্র সাংবাদিকেরা, তাঁর পরিবারের ছবিও তুলতে যান। তখনই আপত্তি জানান কোহলি। ওই সাংবাদিকের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। পরিবারের ছবি তুলতে বারণ করেন তিনি। তর্কের পর এগিয়ে গেলেও আবার পিছনে ফিরে ওই সাংবাদিককে কিছু বলেন।

কোহলি চান না তাঁর দুই সন্তান ভামিকা এবং অকায়ের ছবি প্রকাশ্যে আসুক। এ ব্যাপারে অতীতে সমাজমাধ্যমেও অনুরোধ করেছেন। মাঠে দুই সন্তানকে নিয়ে কোহলির স্ত্রী অনুষ্কা থাকলেও কখনওই তাঁদের সন্তানদের দেখানো হয় না। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সেই কাজ করতে গিয়েই কোহলির রোষের মুখে পড়েছে।

বুধবার অশ্বিন অবসর নেওয়ার পর তাঁর চোখের জল মুছিয়ে দিতে দেখা গিয়েছিল কোহলিকে। পরে সমাজমাধ্যমে লেখেন, “১৪ বছর তোমার সঙ্গে খেলছি। তাই যখন তুমি অবসরের কথা বললে, তখন আমাদের একসঙ্গে খেলার সময়গুলো মনে পড়ে গেল। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত খুব উপভোগ করেছি। তোমার ক্ষমতা এবং ভারতীয় দলকে ম্যাচ জেতানোর দক্ষতার কোনও তুলনা হবে না। ভারতীয় ক্রিকেটে তুমি কিংবদন্তি হয়ে থেকে যাবে।”

Advertisement
আরও পড়ুন