SPMCIL Recruitment 2024

সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মী প্রয়োজন

টাঁকশালের দিল্লি-সহ বিভিন্ন দফতরে কর্মীদের কাজ করতে হবে। নিযুক্তদের প্রতি মাসে ৪০ হাজার টাকা থেকে ১,৬০,০০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৭:২৯
Security Printing & Minting Corporation of India Limited.

সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসএমসিআইএল)। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় কর্মখালি। সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসএমসিআইএল)-এর তরফে নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে।

Advertisement

কোন কোন পদে নিয়োগ করা হবে?

ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। উল্লিখিত পদে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, বিজ়নেস অ্যাডিমিনিস্ট্রেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইনে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন।

বেতন:

অভিজ্ঞতার নিরিখে নিযুক্ত প্রার্থী মাসে ৪০ হাজার টাকা থেকে ১,৬০,০০০ টাকা বেতন হিসাবে পাবেন।

আবেদন পদ্ধতি:

প্রার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনপত্র-সহ অন্যান্য আনুষঙ্গিক নথি পাঠাতে হবে। এসএমসিআইএল-এর ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে তৈরি করা আবেদনপত্র গ্রহণ করা হবে।

পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। ২৪ নভেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার জেনে নিতে ওয়েবসাইট দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement