ডেবরার মঞ্চে মমতা।
পশিচম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রে তৃতীয় জনসভা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে দাসপুর এবং চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রে সভা করেছেন। তিনটি কেন্দ্রেই আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। পশ্চিম মেদিনীপুরের ১৫টি বিধানসভা কেন্দ্রের ৯টিতে ভোট হবে দ্বিতীয় দফায়
সভায় মমতা যা বললেন—
৩.০২ বাইরে থেকে ওরা গুণ্ডা আনছে ৩০ জন গুণ্ডা ধরা পড়েছে : মমতা
৩.০০ আমিও হিন্দু বাড়ির মেয়ে। তবে আমার কাজ হিন্দুদেরও রক্ষা করা, মুসলিমদেরও রক্ষা করা, খ্রিষ্টানদেরও রক্ষা করা, আদিবাসী বাগদি বাউরিদেরও রক্ষা করা। এটাই আমার শিক্ষা : মমতা
২.৫৮ মোদী নিজের নামে স্টেডিয়াম বানিয়েছে। সব বিক্রি করে দিচ্ছে। কোনদিন দেশটাকেও বেচে দিয়ে নিজের নামে করে দেবে: মমতা
২.৫৫ বেশি কিছু করলে ঠাস ঠাস করে থাপ্পড় দেবেন। আমি ভুল করলে আমাকে দু’টো দেবেন। ওদের চারটে দেবেন, বললেন মমতা।
২.৫০ বিজেপি বাংলা বলতেই পারে না। বলে ‘সুনার বাংলা’। এরা সোনার বাংলা গড়বে? বাংলার সংস্কৃতিই জানে না : মমতা
২.৪৭ মাতৃবন্দনা নামে একটি প্রকল্প আনা হচ্ছে। এই প্রকল্পে ১০ লক্ষ মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীতে নিয়ে আসব। তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা করব। ন্যূনতম সুদে। যাতে তারা নিজেদের মতো ব্যবসা করতে পারে, প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়।