শুক্রবার ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভিডিয়ো থেকে।
ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু পেশায় সরকারি চিকিৎসক। সেই চাকরিতে ইস্তফা দিয়ে ভোটে লড়ছেন বিজেপির টিকিটে। শুক্রবার গোপীবল্লভপুরে জনসভা করতে গিয়ে তাঁকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, তিনি চাইলেই বিজেপি প্রার্থীর ছাড়পত্র আটকে দিতে পারতেন। সে ক্ষেত্রে, তিনি আর ভোটে লড়তে পারতেন না। মনোনয়ন দিলেও তা বাতিল হয়ে যেত। যা হয়েছে বীরভূমের দেবাশিস ধরের ক্ষেত্রে।
এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘এলাকায় ডাক্তার নেই। তুমি ভোটে লড়লে ডাক্তারিটা করবে কে? স্থানীয়েরা পরিষেবা কোথা থেকে পাবেন? আমি চাইলেই কিন্তু ওঁর ছাড়পত্র আটকে দিতে পারতাম। করিনি। আমি ভাবলাম, লোভ যখন খুব বেশি, ঘুরে আসুক। টাকা করে আসুক।’’
বীরভূমে বিজেপি টিকিট দিয়েছিল প্রাক্তন আইপিএস দেবাশিসকে। কিন্তু তাঁর প্রার্থিপদ বাতিল হয়ে যায়, কারণ ভোটে লড়ার জন্য প্রয়োজনীয় নো ডিউজ় সার্টিফিকেট জমা দেননি তিনি। এর পর বীরভূমে অন্য প্রার্থী দিতে হয়েছে বিজেপিকে। মমতা শুক্রবার জানালেন, ঝাড়গ্রামেও তিনি চাইলে বিজেপিকে সেই বিড়ম্বনায় ফেলতে পারতেন।
মমতা বলেন, ‘‘যদি এনআরসি, সিএএ না চান, বিজেপিকে ভোট দেবেন না। বিজেপির মতো এত বড় চোর, ডাকাত কোথাও নেই। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ’’
ঝাড়গ্রামে গিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে মমতা বলেন, ‘‘দিল্লিতে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে এনআরসি, সিএএ, ইউনিফর্ম সিভিল কোড আমরা বাতিল করব। বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। দিল্লিতে আছে।’’
ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী পেশায় সরকারি চিকিৎসক। মমতা বলেন, ‘‘আমি চাইলেই ওঁর ছাড়পত্র আটকে দিতে পারতাম। ওদের বেশি লোভ তো। ভাবলাম, যাক। টাকা করে আসুক। এলাকায় ডাক্তার নেই। উনি ভোটে লড়লে ডাক্তারি কে করবে? মানুষ পরিষেবা কোথায় পাবেন?’’
সিএএ নিয়ে ঝাড়গ্রামের সভা থেকেও বিজেপিকে আক্রমণ করলেন মমতা। বললেন, ‘‘বিদেশে পড়তে গেলে বা কাজ করতে গেলে অনেক বছর থাকলে যেমন একটা করে গ্রিন কার্ড দেয়, সিএএ তেমনই একটা ভাঁওতা।’’
জঙ্গলমহলে গিয়ে সেখানকার শিক্ষার প্রসার নিয়ে কথা বলেন মমতা। বলেন, ‘‘আগে পড়াশোনায় পিছিয়ে ছিল জঙ্গলমহল। আজ এখানে ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় অফিসার হচ্ছে। এটা আমার গর্ব। সাঁওতালি ভাষাকে কেউ গুরুত্ব দিত না। আমরা এসে প্রথম এই ভাষাকে গুরুত্ব দিই।’’
ঝাড়গ্রামে ছত্রধর মাহাতোর নাম করলেন মমতা। বললেন, ‘‘জঙ্গলমহলে যাঁর হাত ধরে ঢুকি, তার নাম ছত্রধর মাহাতো।’’
গোপীবল্লভপুরের সভামঞ্চে পৌঁছে গিয়েছেন মমতা। উপস্থিত আছেন প্রার্থী কালীপদ সোরেনও।
ঝাড়গ্রামে ষষ্ঠ দফায় আগামী ২৫ মে ভোটগ্রহণ হবে। তার আগে দলের প্রার্থীর প্রচারে ঝাড়গ্রামে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝাড়গ্রাম আসনটিতে গত লোকসভা নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। সাংসদ হয়েছিলেন কুনার হেমব্রম। এ বারও তাঁকেই টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু তিনি প্রার্থিপদ প্রত্যাহার করেন। তার পর ওই কেন্দ্রে প্রণত টুডুকে প্রার্থী করেছে বিজেপি।
ঝাড়গ্রামে প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের টিকিটে এ বার প্রার্থী হয়েছেন কালীপদ সোরেন। তাঁর হয়ে জনসভায় ভোট চাইছেন মমতা।