Lok Sabha Election 2024

ডাক্তারি না করে ভোটে লড়াই! ছাড়পত্র আটকাতে পারতাম: ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী নিয়ে মমতা

ঝাড়গ্রাম আসনটি বিজেপির দখলে। শুক্রবার সেখানকার তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঝাড়গ্রামে ভোটগ্রহণ হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৬:৫৪
শুক্রবার ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভিডিয়ো থেকে।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৫:৫৩ key status

ডাক্তারি না করে রাজনীতি! বিজেপি প্রার্থীকে আক্রমণ মমতার

ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু পেশায় সরকারি চিকিৎসক। সেই চাকরিতে ইস্তফা দিয়ে ভোটে লড়ছেন বিজেপির টিকিটে। শুক্রবার গোপীবল্লভপুরে জনসভা করতে গিয়ে তাঁকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, তিনি চাইলেই বিজেপি প্রার্থীর ছাড়পত্র আটকে দিতে পারতেন। সে ক্ষেত্রে, তিনি আর ভোটে লড়তে পারতেন না। মনোনয়ন দিলেও তা বাতিল হয়ে যেত। যা হয়েছে বীরভূমের দেবাশিস ধরের ক্ষেত্রে।

এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘এলাকায় ডাক্তার নেই। তুমি ভোটে লড়লে ডাক্তারিটা করবে কে? স্থানীয়েরা পরিষেবা কোথা থেকে পাবেন? আমি চাইলেই কিন্তু ওঁর ছাড়পত্র আটকে দিতে পারতাম। করিনি। আমি ভাবলাম, লোভ যখন খুব বেশি, ঘুরে আসুক। টাকা করে আসুক।’’

বীরভূমে বিজেপি টিকিট দিয়েছিল প্রাক্তন আইপিএস দেবাশিসকে। কিন্তু তাঁর প্রার্থিপদ বাতিল হয়ে যায়, কারণ ভোটে লড়ার জন্য প্রয়োজনীয় নো ডিউজ় সার্টিফিকেট জমা দেননি তিনি। এর পর বীরভূমে অন্য প্রার্থী দিতে হয়েছে বিজেপিকে। মমতা শুক্রবার জানালেন, ঝাড়গ্রামেও তিনি চাইলে বিজেপিকে সেই বিড়ম্বনায় ফেলতে পারতেন।

timer শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৫:০২ key status

বিজেপিকে আক্রমণ

মমতা বলেন, ‘‘যদি এনআরসি, সিএএ না চান, বিজেপিকে ভোট দেবেন না। বিজেপির মতো এত বড় চোর, ডাকাত কোথাও নেই। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ’’

Advertisement
timer শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৫:০০ key status

‘ইন্ডিয়া’ নিয়ে মমতা

ঝাড়গ্রামে গিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে মমতা বলেন, ‘‘দিল্লিতে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে এনআরসি, সিএএ, ইউনিফর্ম সিভিল কোড আমরা বাতিল করব। বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। দিল্লিতে আছে।’’

timer শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৪:৫৫ key status

বিজেপি প্রার্থীর ছাড়পত্র

ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী পেশায় সরকারি চিকিৎসক। মমতা বলেন, ‘‘আমি চাইলেই ওঁর ছাড়পত্র আটকে দিতে পারতাম। ওদের বেশি লোভ তো। ভাবলাম, যাক। টাকা করে আসুক। এলাকায় ডাক্তার নেই। উনি ভোটে লড়লে ডাক্তারি কে করবে? মানুষ পরিষেবা কোথায় পাবেন?’’

Advertisement
timer শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৪:৫৩ key status

সিএএ ভাঁওতা

সিএএ নিয়ে ঝাড়গ্রামের সভা থেকেও বিজেপিকে আক্রমণ করলেন মমতা। বললেন, ‘‘বিদেশে পড়তে গেলে বা কাজ করতে গেলে অনেক বছর থাকলে যেমন একটা করে গ্রিন কার্ড দেয়, সিএএ তেমনই একটা ভাঁওতা।’’

timer শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৪:৪৬ key status

জঙ্গলমহলে শিক্ষা প্রসঙ্গ

জঙ্গলমহলে গিয়ে সেখানকার শিক্ষার প্রসার নিয়ে কথা বলেন মমতা। বলেন, ‘‘আগে পড়াশোনায় পিছিয়ে ছিল জঙ্গলমহল। আজ এখানে ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় অফিসার হচ্ছে। এটা আমার গর্ব। সাঁওতালি ভাষাকে কেউ গুরুত্ব দিত না। আমরা এসে প্রথম এই ভাষাকে গুরুত্ব দিই।’’ 

Advertisement
timer শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৪:৪৪ key status

মমতার মুখে ছত্রধরের নাম

ঝাড়গ্রামে ছত্রধর মাহাতোর নাম করলেন মমতা। বললেন, ‘‘জঙ্গলমহলে যাঁর হাত ধরে ঢুকি, তার নাম ছত্রধর মাহাতো।’’

timer শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৪:২০ key status

সভামঞ্চে মমতা

গোপীবল্লভপুরের সভামঞ্চে পৌঁছে গিয়েছেন মমতা। উপস্থিত আছেন প্রার্থী কালীপদ সোরেনও।

timer শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৩:৩২ key status

ষষ্ঠ দফায় ভোট

ঝাড়গ্রামে ষষ্ঠ দফায় আগামী ২৫ মে ভোটগ্রহণ হবে। তার আগে দলের প্রার্থীর প্রচারে ঝাড়গ্রামে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

timer শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৩:৩১ key status

ঝাড়গ্রাম বিজেপির দখলে

ঝাড়গ্রাম আসনটিতে গত লোকসভা নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। সাংসদ হয়েছিলেন কুনার হেমব্রম। এ বারও তাঁকেই টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু তিনি প্রার্থিপদ প্রত্যাহার করেন। তার পর ওই কেন্দ্রে প্রণত টুডুকে প্রার্থী করেছে বিজেপি।

timer শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৩:৩০ key status

ঝাড়গ্রামে মমতা

ঝাড়গ্রামে প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের টিকিটে এ বার প্রার্থী হয়েছেন কালীপদ সোরেন। তাঁর হয়ে জনসভায় ভোট চাইছেন মমতা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন