Dilip Ghosh

নববর্ষে ত্রিশূল হাতে দিলীপ! বললেন, ‘স্বচ্ছ রাজনীতি চাই’, ফের নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

দিলীপ ঘোষ ত্রিশূল হাতে নিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন বলে অভিযোগ তৃণমূলের। স্থানীয় নেতৃত্ব জানাচ্ছেন, এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১১:৩৭
Dilip Ghosh

ত্রিশূল হাতে দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র।

লাঠির পর এ বার ত্রিশূল হাতে ভোটপ্রচারে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীর দাবি, আত্মরক্ষা নয়, দেশরক্ষার জন্য ত্রিশূল হাতে নিয়েছেন। যা নিয়ে তৃণমূল জানাচ্ছে, তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে।

Advertisement

রবিবার নববর্ষের সকালে প্রাতর্ভ্রমণের পর একটি শিবমন্দিরে পুজো দিতে যান দিলীপ। সেখানে ত্রিশূল হাতে ছবি তোলেন বিজেপি প্রার্থী। মিছিল করে তাঁকে মন্দিরে নিয়ে যান সমর্থকেরা। নববর্ষে ত্রিশূল হাতে নিয়ে ছবি তোলার কারণ কী? দিলীপের জবাব, ‘‘যখন বিশ্বে অশুভ শক্তি আর পাপের প্রতাপ বেড়েছে, বাবা ত্রিশূল হাতে নিয়েছেন। তাণ্ডব নৃত্য করেছেন। আমার কুলদেবতা শিব। তাঁরই প্রেরণায় আমরা স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তারই প্রতীক।’’ ত্রিশূল ঘুরিয়ে দিলীপের সংযোজন, ‘‘আত্মরক্ষা নয়, দেশরক্ষা। সব রক্ষা হয়ে যাবে।’’

শিবমন্দিরে পুজো দিয়ে দিলীপ চলে যান বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তার পর স্থানীয় একটি বাজারে যান। মাছের দরদাম করেন। তার মধ্যে বিজেপির চা-চক্র চলাকালীন এক বিজেপি সমর্থকের দোকান তিন বছর ধরে তালাবন্ধ শুনে তৃণমূলকে একহাত নেন দিলীপ। তিনি বলেন, ‘‘২০২১ ভোটের পর থেকে ওর (বিজেপি সমর্থকের) দোকানে তালা মেরে দিয়েছে টিএমসি। এখনও খোলেনি। টিএমসির অফিসগুলোতে যখন তালা পড়বে, তখন এগুলো খুলবে।’’

এ নিয়ে রাজ্য তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের কটাক্ষ, ‘‘দিলীপ ঘোষ কখনও লাঠি, কখনও ত্রিশূল নিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব।’’

Advertisement
আরও পড়ুন