K Chandrashekar Rao

ভোটের তেলঙ্গানায় ফের ভাঙল টিআরএস, দীপার উপস্থিতিতে কংগ্রেসে বিধান পরিষদের অধ্যক্ষের পুত্র

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং এআইসিসি পর্যবেক্ষক দীপা দাশমুন্সির উপস্থিতিতে ‘হাত’ শিবিরে যোগ দেন বিধান পরিষদের অধ্যক্ষ গুঠা সুখেন্দ্র রেড্ডির পুত্র অমিত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১৫:২৭
বাঁ দিক থেকে, দীপা, রেবন্ত এবং অমিত।

বাঁ দিক থেকে, দীপা, রেবন্ত এবং অমিত। ছবি: এক্স হ্যান্ডল থেকে নেওয়া।

লোকসভা ভোটের আগে তেলঙ্গানায় আবার ভাঙন ধরল প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-তে। সোমবার বিআরএসের প্রবীণ নেতা বিধান পরিষদের অধ্যক্ষ গুঠা সুখেন্দ্র রেড্ডির পুত্র অমিত কংগ্রেসে যোগ দিয়েছেন।

Advertisement

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং সে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি পর্যবেক্ষক দীপা দাশমুন্সির উপস্থিতিতে ‘হাত’ শিবিরে যোগ দেন বিআরএসের যুবনেতা অমিত। প্রসঙ্গত, গত মাসে দীপার ‘সক্রিয়তা’ই কংগ্রেসে শামিল হয়েছিলেন তেলঙ্গানার প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেহবুবনগরের প্রাক্তন বিজেপি সাংসদ জিতেন্দ্র রেড্ডি এবং হায়দরাবাদের মেয়র তথা বিআরএ নেত্রী বিজয়লক্ষ্মী।

আগামী ১৩ মে চতুর্থ দফায় তেলঙ্গানার ১৭টি লোকসভা আসনের সব ক’টিতেই ভোটগ্রহণ হবে। লড়াই মূলত ত্রিমুখী— কংগ্রেস, বিআরএস এবং বিজেপির মধ্যে। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে তেলঙ্গানার ১৭টি আসনের মধ্যে বিআরএস ১১, বিজেপি ৪, কংগ্রেস ৩ এবং ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) ১টি আসনে জিতেছিল।

আরও পড়ুন
Advertisement