Lok Sabha Election 2024 in Haryana

জাতপাতের অঙ্ক মিলিয়েই হরিয়ানায় প্রার্থিতালিকা কংগ্রেসের? প্রাধান্য হুডার ঘনিষ্ঠদের

হরিয়ানার ১০টি লোকসভা আসনের মধ্যে এ বার ন’টি লড়বে কংগ্রেস। কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্রে লড়ছে ‘ইন্ডিয়া’-র আর এক সহযোগী দল, আম আদমি পার্টি (আপ)।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ১৫:০০
(বাঁ দিকে) ভূপেন্দ্র সিংহ হুডা। কুমারী শৈলজা (ডান দিকে)।

(বাঁ দিকে) ভূপেন্দ্র সিংহ হুডা। কুমারী শৈলজা (ডান দিকে)। — ফাইল চিত্র।

হরিয়ানার ১০টি লোকসভা আসনের মধ্যে শুক্রবার আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। ঘটনাচক্রে, প্রার্থীদের মধ্যে সাত জনই প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার অনুগামী। ভূপেন্দ্র-পুত্র দীপেন্দ্রও রয়েছেন এই তালিকায়। রোহটকের প্রাক্তন সাংসদ দীপেন্দ্রকে তাঁর পুরনো কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে।

Advertisement

সিরসা থেকে ভোটে লড়ছেন মনমোহন সিংহের জমানার কেন্দ্রীয় মন্ত্রী তথা দলিত নেত্রী কুমারী শৈলজা। তালিকায় একমাত্র তিনিই ঘোষিত হুডা অনুগামী নন। সিরসায় এ বার শৈলজার লড়াই বিজেপি প্রার্থী, আর এক দলিত নেতা অশোক তনওয়ারের বিরুদ্ধে। একদা হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক কংগ্রেস ছাড়ায় পরে আম আদমি পার্টি (আপ), তৃণমূল ঘুরে কয়েক মাস আগে যোগ দিয়েছেন ‘পদ্ম’ শিবিরে।

হরিয়ানার ১০টি লোকসভা আসনের মধ্যে এ বার ন’টি লড়বে কংগ্রেস। কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্রে লড়ছে ‘ইন্ডিয়া’-র সহযোগী দল, অরবিন্দ কেজরীওয়ালের আপ। গুরুগ্রাম ছাড়া বাকি আটটি আসনেই প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে কংগ্রেসের। এর মধ্যে জাঠ, দলিত এবং অনগ্রসর (ওবিসি) জনগোষ্ঠীর প্রার্থী রয়েছেন। এক জন করে পঞ্জাবি এবং ব্রাহ্মণ প্রার্থী। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির পঞ্জাবি নেতা মনোহরলাল খট্টরের বিরুদ্ধে কার্নাল লোকসভা কেন্দ্রে ‘হাত’ শিবির প্রার্থী করেছে ওই জনগোষ্ঠীর জনপ্রিয় যুবনেতা দিব্যাংশু বুধিরাজাকে।

Advertisement
আরও পড়ুন