—প্রতীকী ছবি।
লুধিয়ানার কংগ্রেস সাংসদ রভনীত সিংহ বিট্টুর পরে জালন্ধরের আপ (আম আদমি পার্টি)-র সাংসদ সুশীল কুমার রিঙ্কু। লোকসভা ভোটের আগে আবার পঞ্জাবের এক লোকসভা কেন্দ্রের সাংসদ যোগ দিলেন বিজেপিতে।
বৃহস্পতিবার রিঙ্কুর সঙ্গেই তাঁর আস্থাভাজন আপ নেতা তথা জালন্ধর পশ্চিমের বিধায়ক শীতল অঞ্জুরাল ‘পদ্ম’ শিবিরে শামিল হয়েছেন। এর ফলে লোকসভা ভোটের আগে পঞ্জাবের দোয়াব অঞ্চলে বিজেপির শক্তিবৃদ্ধি হল বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।
মঙ্গলবার দিল্লিতে বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে দলের সদস্যপদ গ্রহণ করেছিলেন বিদায়ী কংগ্রেস সাংসদ রভনীত। বুধবার দুই আপ নেতাও তাওড়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন।
পঞ্জাবে ১৩টি লোকসভা আসন রয়েছে। ২০১৯ সালের ভোটে কংগ্রেস আটটি আসনে জয়ী হয়েছিল। প্রয়াত প্রকাশ সিংহ বাদলের অকালি দল এবং বিজেপি জোট বেঁধে লড়াই করে দু’টি করে মোট চারটি আসন পেয়েছিল। আম আদমি পার্টি (আপ) পেয়েছিল একটি আসন। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলে অবশ্য চমক দেয় অরবিন্দ কেজরীওয়ালের আপ। ১১৭টি আসনের মধ্যে ৯২টিতে জয়ী হয়ে সে রাজ্যে ক্ষমতায় আসে তারা। মাত্র ১৮টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয় কংগ্রেসকে। আলাদা ভাবে লড়ে অকালিরা ৩ এবং বিজেপি ২টি আসনে জিতেছিল।