অঙ্কে অনার্স। প্রতীকী ছবি।
দ্বাদশ শ্রেণির পর অনার্স বা উচ্চতর পড়াশোনার জন্য পছন্দের বিষয়ে অঙ্ককে বেছে নেন অনেকেই। আবার অনেকেই ভয় পিছিয়েও আসেন। এই প্রতিবেদনে দ্বাদশ শ্রেণির পর অঙ্ক নিয়ে পড়ার কী যোগ্যতা প্রয়োজন, ডিগ্রি পাওয়ার পর কী কী চাকরির সুযোগ রয়েছে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
রাজ্যে অঙ্কে বিএসসি (ব্যাচলর অফ সায়েন্স) অনার্স পড়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত) বিষয়ে দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন যে সমস্ত কলেজ রয়েছে, সেখানে এবং রাজ্যের অন্যান্য কলেজে অঙ্ক অনার্সে ভর্তি হওয়ার জন্য অনেক সময়ে কলেজ বিশ্ববিদ্যালয় বা কলেজ দ্বারা আয়োজিত প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকার ভিত্তিতে অঙ্কে অনার্স পড়ার জন্য ভর্তি হওয়া যায়।
রাজ্যে যে সমস্ত কলেজে অঙ্কে অনার্স করানো হয়, সেগুলি হল:
রাজ্য ছাড়াও, দেশজুড়ে আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে অঙ্কে অনার্স করানো হয়।
অনার্স-সহ তিন বছরের ব্যাচেলর ডিগ্রি পাওয়ার পর চাকরির কী সুযোগ রয়েছে
এ ছাড়াও সরকারি বিভিন্ন জায়গায়, ব্যাঙ্ক-সহ আরও অনেক ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। কেউ যদি অনার্সের পর আরও বেশি ডিগ্রি অর্জন করতে চান, তিনি গণিত বা পরিসংখ্যান বিষয়ের উপর স্নাতকোত্তর, পিএইচডি করে গবেষণার কাজে যুক্ত হতে পারেন।