School of Tropical Medicine

কলকাতার ট্রপিক্যাল মেডিসিনে কাজের সুযোগ, কোন পদে নিয়োগ? বেতন কত?

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাণিবিদ্যা/ মাইক্রোবায়োলজি বা জীববিজ্ঞান বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১৭:৫০
স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন।

স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। ছবি: সংগৃহীত।

ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এই বিষয়ে বিস্তারিত দেখে নিন।

স্বল্প সময়ের জন্য চুক্তিভিত্তিক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। বিশেষ প্রোজেক্টের জন্য কর্মী নেবে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। প্রতি মাসে ৩১ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে।

Advertisement

প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাণিবিদ্যা/ মাইক্রোবায়োলজি বা জীববিজ্ঞান বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের https://stmkolkata.org/ এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্র-সহ বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতা, এবং প্রয়োজনীয় স্ব-প্রত্যয়িত নথি ট্রপিক্যালের ডিরেক্টরকে উদ্দেশ করে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা, ১০৮, সি আর এভিনিউ কলকাতা ৭০০০৭৩ ঠিকানায় স্পিড পোস্ট অথবা নিজে গিয়ে জমা জমা করে আসতে হবে অ্যাপ্লিকেশন ড্রপ বাক্সে।

৭ জানুয়ারি ২০২৩ বিকাল ৪টের মধ্যে আবেদনপত্র জমা জমা দিতে হবে। যোগ্যতা অনুযায়ী যে সমস্ত প্রার্থীর নাম নির্বাচিত হবে, তাঁদের ইমেল অথবা ফোনের মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

এই বিষয়ে বিস্তারিত জানতে https://stmkolkata.org/ ট্রপিক্যালের ওয়েবসাইটটি দেখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement