viswa bharati

বিশেষ প্রোজেক্টের জন্য জুনিয়র ফেলো নিয়োগ করবে বিশ্বভারতী, রইল বিস্তারিত

২৮ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে। মাসিক ৩১ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২০
বিশ্বভারতীতে কাজের সুযোগ।

বিশ্বভারতীতে কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। রসায়ন বিভাগের এসইআরবি (সিনথেসিস, সেল্ফ-অ্যাসেম্বলি অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন্স অব গ্লিসারল বেসড অ্যাম্ফিফিলিক পলিথিওরেথেন) প্রজেক্টের জন্য নিয়োগ করা হবে। ২০২৪-এর সেপ্টেম্বর পর্যন্ত কাজের মেয়াদ হবে। তবে, প্রোজেক্টের প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়নে স্নাতকোত্তর হতে হবে। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, নেট/ গেট উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ২৮ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে। মাসিক ৩১ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথির স্বপ্রত্যয়িত ফটোকপি বিজ্ঞপ্তিতে ঠিকানায় জমা করতে হবে এবং মেল আইডিতে মেল করে দিতে হবে। ২২ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তার ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিশ্বভারতীর ওয়েবসাইটটি দেখুন: https://visvabharati.ac.in/।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement