Admission in Vidyasagar University 2024

ডেটা সায়েন্স-সহ একাধিক বিষয়ে ডিপ্লোমার সুযোগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, কোর্স ফি কত?

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে সমস্ত কোর্স করানো হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৬:৫৪
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

ডেটা সায়েন্স-সহ একাধিক বিষয়ে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্সের সুযোগ দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহীরা অনলাইন বা অফলাইনেই কোর্সগুলিতে ভর্তির আবেদন জানাতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে সমস্ত কোর্স করানো হবে। সাঁওতালি, ডেটা সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, ইংলিশ ফর অল, অ্যাজাইল সফটঅয়্যার ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাট জিপিটি, ডিজিটাল মার্কেটিং, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজ়ারভেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং এবং ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা যাবে। সমস্ত কোর্সের মেয়াদ তিন মাস, ছ’মাস অথবা এক বছর। সপ্তাহে দুই থেকে চার দিন বিশ্ববিদ্যালয়ে ক্লাসের আয়োজন করা হবে। বিষয়ের উপর নির্ভর করে কোর্স ফি ধার্য করা হবে ১০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১৪,০০০ টাকা পর্যন্ত। অধিকাংশ কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বা স্নাতক উত্তীর্ণ হলেই চলবে। তবে ডেটা সায়েন্সে ভর্তির জন্য বিজ্ঞান বা বাণিজ্যে স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ অথবা অর্থনীতিতে বিএ বা এমএ ডিগ্রি থাকতে হবে। কোর্সগুলিতে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতি মেনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন কর‍তে হবে। পাশাপাশি জমা দিতে হবে আবেদনমূল্য। ২ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন