Recruitment in Visva Bharati 2024

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে বিশ্বভারতী, কোন বিভাগে কাজের সুযোগ?

এমএসএমই মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ রয়েছে একটি। প্রতি মাসে ৮ হাজার টাকা বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৫:১৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পল্লি শিক্ষাভবনের ‘ইনস্টিটিউট অফ এগ্রিকালচার’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এমএসএমই মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ রয়েছে একটি। প্রতি মাসে ৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। যদি বিজ্ঞান বিভাগে স্নাতক থাকে তা হলে অগ্রাধিকার পাবেন প্রার্থী। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। আগামী ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় সময় মতো পৌঁছে যেতে হবে। কী কী নথি প্রয়োজন জানতে প্রথমে বিশ্বভারতীর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।

আরও পড়ুন
Advertisement