WBJEE Result 2023

রাজ্য জয়েন্টে প্রথম কলকাতার মহম্মদ সাহিল আখতার, দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা

৩০ এপ্রিল পরীক্ষা দেন ৯৭,৫২৪ জন। কৃতকার্য হয়েছেন ৯৬,৯১৩ জন। পাশের হার ৯৯.৩৭ শতাংশ । এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কৃতকার্য হয়েছে ৭২ শতাংশ পরীক্ষার্থী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ১৫:০৬
WBJEE merit List.

দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা। নিজস্ব চিত্র।

প্রকাশিত এ বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডব্লিউবিজেইই)-র ফলাফল। শুক্রবার বেলা আড়াইটেয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হল রেজাল্ট। ফল ঘোষণা করলেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-এর সভাপতি মলয়েন্দু সাহা। চলতি বছরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১,২৪,৯১৯ জন। এর পর ৩০ এপ্রিল পরীক্ষা দেন ৯৭,৫২৪ জন। কৃতকার্য হয়েছেন ৯৬,৯১৩ জন। পাশের হার ৯৯.৩৭ শতাংশ । এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কৃতকার্য হয়েছেন ৭২ শতাংশ পরীক্ষার্থী।

এ বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছেন ডিপিএস রুবি পার্কের মহম্মদ সাহিল আখতার। একই স্কুল থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন সোহম দাস। তৃতীয় স্থানে রয়েছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সারা মুখার্জী। এ ছাড়াও প্রথম দশে আর কারা রয়েছেন, তা এক নজরে দেখে নেওয়া যাক-

Advertisement

প্রথম স্থান:

মহম্মদ সাহিল আখতার, ডিপিএস রুবি পার্ক, কলকাতা।

দ্বিতীয় স্থান:

সোহম দাস, ডিপিএস রুবি পার্ক,কলকাতা।

তৃতীয় স্থান:

সারা মুখার্জী, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।

চতুর্থ স্থান:

সৌহার্দ্য দণ্ডপাত, মেদিনীপুর কলেজিয়েট স্কুল।

পঞ্চম স্থান:

অয়ন গোস্বামী, হেমশিলা মডেল স্কুল, দুর্গাপুর।

ষষ্ঠ স্থান:

অরিত্র অম্বুধ দত্ত, নারায়ণ স্কুল, সোদপুর, উত্তর ২৪ পরগনা।

সপ্তম স্থান:

কিন্তন সাহা, মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল, কোটা, রাজস্থান।

অষ্টম স্থান:

সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুল।

নবম স্থান:

রক্তিম কুন্ডু, দিশা ডেলফি পাব্লিক স্কুল, কোটা, রাজস্থান।

দশম স্থান:

শ্রীরাজ চন্দ্র, হোলি এঞ্জেলস স্কুল, কাটোয়া, পূর্ব বর্ধমান।

Advertisement
আরও পড়ুন