Indian Oil Corporation Recruitment 2023

ইন্ডিয়ান অয়েলের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবেন?

নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ৫০,০০০-১,৬০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগ সুবিধা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৭:৪০
ইন্ডিয়ান অয়েলের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

ইন্ডিয়ান অয়েলের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন বিভাগে আধিকারিক নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই পদে আবেদনের যোগ্য। নিযুক্তদের সংস্থার প্রয়োজন অনুসারে দেশের যে কোনও জায়গায় পোস্টিং হতে পারে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

নিয়োগ হবে সংস্থার কর্পোরেট কমিউনিকেশনস, হিউম্যান রিসোর্সেস এবং মার্কেটিং বিভাগে। আবেদনের জন্য প্রার্থীদের এই তিনটির মধ্যে একটি বিষয়ে ২০২৩-এর জুন মাসের ইউজিসি নেট পরীক্ষা দিয়ে পেতে হবে ন্যূনতম নম্বর। পরীক্ষার দু’টি পেপারে জেনারেল/ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া/ ওবিসি (এনসিএল)-দের ৪০ শতাংশ এবং এসসি/ এসটি/ পিডাব্লিউবিডি প্রার্থীদের ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ৫০,০০০-১,৬০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগ সুবিধা।

Advertisement

প্রতিটি পদের জন্য রয়েছে আলাদা শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার মাপকাঠিও।

নিয়োগের জন্য চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে প্রার্থীদের ২০২৩-এর জুন মাসের ইউজিসি নেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন এবং গ্রুপ টাস্ক এবং লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে। প্রার্থীদের ইন্ডিয়ান অয়েল-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সঙ্গে জমা দিতে হবে সমস্ত নথিও। আবেদনের শেষ দিন আগামী ১৫ জুলাই। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি আরও বিশদে জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

Advertisement
আরও পড়ুন