Steel Authority of India

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় বিপুল নিয়োগের সুযোগ! কী ভাবে আবেদন জানাবেন?

আগ্রহী প্রার্থীদের এই শূন্যপদগুলিতে আবেদন জানানোর জন্য সেল-এর সরকারি ওয়েবসাইট-sailcareers.com-এ যেতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ২০:৫০
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড।

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। সংগৃহীত ছবি।

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড(সেল)সিনিয়র কনসালট্যান্ট-সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৩৯টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের নিযুক্ত করা হবে। আগ্রহী প্রার্থীদের এই শূন্যপদগুলিতে আবেদন জানানোর জন্য সেল-এর সরকারি ওয়েবসাইট-sailcareers.com-এ যেতে হবে।

এই পদগুলিতে আবেদন জানানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১৭ ডিসেম্বর পর্যন্ত এই পদগুলিতে আবেদন জানানো যাবে।

Advertisement

যে পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, সেগুলি হল:

১.সিনিয়র কনসালট্যান্ট

২.মেডিক্যাল অফিসার

৩.ম্যানেজার

৪.ডেপুটি ম্যানেজার

৫.খনির মুখ্য কর্মী

৬.সার্ভেয়ার

৭.অপারেটর তথা টেকনিশয়ান

৮.খনির সঙ্গী

৯.খনিতে বিস্ফোরণকারী

১০.অ্যাটেন্ডেন্ট তথা টেকনিশিয়ান

১১.দমকলকর্মী তথা অগ্নি প্রকৌশলী ড্রাইভার

এই পদগুলিতে আবেদনের জন্য আলাদা আলাদা যোগ্যতামান ধার্য করা হয়েছে।

নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখার জন্য সেল-এর সরকারি ওয়েবসাইট-sailcareers.com-এ গিয়ে হোমপেজের নিউজ়-এর সেকশনে যেতে হবে। এর পর সেখানে ভিলাই/চন্দ্রপুর/সালেম স্টিল প্ল্যান্টে যোগদান করার বিজ্ঞপ্তির লিঙ্কটিতে ক্লিক করলেই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আবেদনকারীরা।

Advertisement
আরও পড়ুন