Vitamins in coriander leaves

ত্বকের জন্য যে যে ভিটামিন জরুরি, তার বেশির ভাগই আছে ধনেপাতায়, কী কী জানেন?

শীতের সময়ে বাজারে টাটকা ধনেপাতা পাওয়া যাচ্ছে। রোজই ধনেপাতা খাচ্ছেন হয়তো। কিন্তু জানেন কি, এতে কী কী ভিটামিন রয়েছে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ২০:০১
Which vitamin is rich in coriander leaves

ধনেপাতায় কী কী ভিটামিন রয়েছে? ছবি: ফ্রিপিক।

স্বাদ ও স্বাস্থ্যগুণে নিত্যব্যবহার্য মশলার মধ্যে ধনেপাতা অন্যতম। রান্নায় ধনেপাতা দিলে তার স্বাদ বহুগুণে বেড়ে যায়। শীতের সময়ে বাজারে টাটকা ধনেপাতা পাওয়া যাচ্ছে। রোজই ধনেপাতা খাচ্ছেন হয়তো। কিন্তু জানেন কি, এতে কী কী ভিটামিন রয়েছে? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে যে যে ভিটামিন জরুরি, তার বেশ কয়েকটিই থাকে ধনেপাতায়।

Advertisement

ধনেপাতা ভিটামিন এ-তে সমৃদ্ধ। এই ভিটামিন ত্বকের কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেয়, শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। চোখ ভাল তো রাখেই, স্নায়ুর যে কোনও রোগ নিরাময়েও এই ভিটামিনের বিশেষ গুরুত্ব রয়েছে। রোজের ডায়েটে ভিটামিন এ সমৃদ্ধ খাবার রাখলে ত্বকের স্বাস্থ্যও ভাল থাকবে। ত্বকের সংক্রমণজনিত অসুখ হবে না।

ধনেপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাঁরা টকজাতীয় ফল খেতে পারেন না, তাঁরা নিশ্চিন্তে খাদ্যতালিকায় রাখতে পারেন ধনেপাতা।

ধনেপাতায় যে ভিটামিন ই থাকে তা জানতেন? ত্বকের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল ভিটামিন ই। গাদা গাদা ক্যাপসুল না খেয়ে যদি ধনেপাতা রোজের পাতে রাখতে পারেন, তা হলে এই ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে।

ধনেপাতায় ভিটামিন কে-ও থাকে। ভিটামিন কে হাড় শক্তিশালী করতে সহায়তা করে। শরীরে ভিটামিন কে-র পরিমাণ কম হয়ে গেলে পেশির ব্যথা, অস্টিয়োপোরেসিসের আশঙ্কা বাড়ে। ত্বকের প্রদাহ কমাতে পারে ভিটামিন কে। ব্রণ বা র‌্যাশের জ্বালা কমায়, ত্বকে কোলাজেন তৈরিতেও বিশেষ ভূমিকা নেয় এই ভিটামিন।

Advertisement
আরও পড়ুন