সংগৃহীত চিত্র।
উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু ১৭ ডিসেম্বর থেকে।
উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। এ কথা আগেই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সেই মতো ১৭ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে তাঁদের ডাকতে চলেছে এসএসসি। প্রায় ৫২১৭ জন অপেক্ষারত চাকরিপ্রার্থী রয়েছেন বলে এসএসসি সূত্রে খবর। ইতিমধ্যেই কমিশনের তরফে কাউন্সেলিংয়ের যে সূচি প্রকাশ করা হয়েছে, সেখানে প্রায় ২৬০০-র কাছাকাছি চাকরিপ্রার্থীর নাম রয়েছে।
১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সেলিং। শনি ও রবিবার— দু’দিন হবে না কাউন্সেলিং। ২৩ শে ডিসেম্বর আবার হবে কাউন্সেলিং বলে জানিয়েছে এসএসসি।
এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “আশা করছি, এ বারও আমরা আগের বারের মতো কাউন্সেলিং প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে পারব। চাকরিপ্রার্থীদের সব রকম সুবিধার কথা মাথায় রাখা হবে।”
প্যানেলভুক্ত ৮,৭৪৯ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এঁদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ২,০৬৯। দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে ২,০৬৯ শূন্য আসনের জন্য ডাকা হল ২,৫৯৫ চাকরিপ্রার্থীকে। প্রশ্ন উঠছে, তা হলে অপেক্ষারত বাকি প্রার্থীদের কবে ডাকা হবে?
কমিশন সূত্রে খবর, এসএসসি-র নিয়ম অনুযায়ী প্যানেলভুক্ত যে সমস্ত চাকরিপ্রার্থী ইতিমধ্যে সুপারিশপত্র গ্রহণ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেননি, তাঁদের সম্পূর্ণ তালিকা না-আসা পর্যন্ত ওয়েটিং লিস্টের আপডেটেড ভ্যাকেন্সি তৈরি করা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী, সুপরিশপত্র পাওয়ার পর ৪২ দিনের মধ্যে চাকরিতে যোগ দিতে হবে। যদি তা না হয়, তা হলে ধরে নেওয়া হবে, ওই পদটি শূন্য। তাই বছর শেষে হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে চলেছে এসএসসি।