ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
নির্দিষ্ট সময়ের চুক্তিতে গবেষণার কাজ করতে হবে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার) কলকাতার মেডিক্যাল ডিভাইসেস বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য নির্দিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। শূন্যপদ একটি।
ফার্মাসি, টেকনোলজি শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তির আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে ফার্মাসি, মেডিক্যাল ডিভাইসেস, মেটিরিয়াল সায়েন্স, ন্যানোটেকনোলজি, পদার্থবিদ্যা কিংবা কেমিস্ট্রি বায়োটেকনোলজি বিষয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত হলে, নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লিখিত বিভাগে কাজ করতে আগ্রহীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে কাজের জন্য প্রতি মাসে সাম্মানিক হিসাবে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। সিন্থেসিস অফ বায়োমেটিরিয়ালস, বায়োলজিক্যাল ক্যারেক্টারাইজ়েশন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
মোট ১২ মাসের চুক্তিতে কাজ শুরু হবে। আরও এক বছরের জন্য ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। এর সঙ্গেই জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি থাকা প্রয়োজন। ২৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।