NEET UG

নিট ইউজি-র দ্বিতীয় রাউন্ডে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু

যে প্রার্থীরা কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডে আবেদন জানাতে চান, তাঁরা এমসিসি-র সরকারি ওয়েবসাইট mcc.nic.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ২১:৩৫
নিট ইউজি কাউন্সেলিং

নিট ইউজি কাউন্সেলিং সংগৃহীত ছবি

বুধবার থেকে নিট ইউজি কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। যে প্রার্থীরা কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডে আবেদন জানাতে চান, তাঁরা এমসিসি-র সরকারি ওয়েবসাইট mcc.nic.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডে রেজিস্ট্রেশনের শেষ দিন ৭ নভেম্বর। রেজিস্ট্রেশনের জন্য বরাদ্দ অর্থ প্রার্থীরা জমা দিতে পারবেন ৭ নভেম্বর দুপুর ৩ টে পর্যন্ত। এ ছাড়া, প্রার্থীরা বিকল্প বাছাইও নিশ্চিত করতে পারবেন ৩ নভেম্বর রাত ১১.৫৫ থেকে ৮ নভেম্বরের মধ্যে।

Advertisement

এই কাউন্সেলিং প্রক্রিয়াটি এমবিবিএস/বিডিএস/বিএসসি নার্সিং কোর্সে ভর্তির জন্য আয়োজন করা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের জন্য আসন বরাদ্দ করা হবে ৯ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে এবং এর ফল প্রকাশ করা হবে ১১ নভেম্বরে।

প্রার্থীরা কী ভাবে রেজিস্টার করবেন?

১. প্রথমে প্রার্থীদের এমসিসি-র সরকারি ওয়েবসাইট https://mcc.nic.in/#/home-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে 'নিট ইউজি ২০২২ কাউন্সেলিং রাউন্ড ২ রেজিস্ট্রেশন' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এ বারে লগ ইন ডিটেলস দেওয়ার পর সমস্ত প্রয়োজনীয় তথ্যপূরণ করে আবেদনের জন্য বরাদ্দ মূল্যটি জমা দিয়ে দিতে হবে।

৪. সব শেষে, রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করে একটি প্রিন্ট নিয়ে রাখতে হবে ভবিষ্যতের সুবিধার্থে।

আরও পড়ুন
Advertisement