Staff Selection Commission

এসএসসি সিজিএল পরীক্ষায় রেজিস্টার করা যাবে ১৩ অক্টোবর পর্যন্ত, কী ভাবে রেজিস্টার করবেন?

পরীক্ষার্থীদের এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in-এ গিয়ে রেজিস্টার করে আবেদনপত্রটি পূরণ করে ফেলতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৩:৪৯
এসএসসি সিজিএল পরীক্ষার রেজিস্ট্রেশন

এসএসসি সিজিএল পরীক্ষার রেজিস্ট্রেশন সংগৃহীত ছবি

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-এর কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল (সিজিএল) পরীক্ষায় রেজিস্টার করা যাবে ১৩ অক্টোবর পর্যন্ত। যে আগ্রহী প্রার্থীরা এখনও নথিভুক্ত করেননি, তাঁরা শীঘ্রই নাম নথিভুক্ত করে ফেলতে পারেন। পরীক্ষার্থীদের এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in-এ গিয়ে রেজিস্টার করে আবেদনপত্রটি পূরণ করে ফেলতে হবে।

আবেদনপত্রের জন্য বরাদ্দ মূল্যটি আগামী ১৪ অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে। আবার চালানের মাধ্যমে আবেদনপত্রের জন্য বরাদ্দ মূল্যটি দেওয়া যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা শুধরে নেওয়ার জন্য পরীক্ষার্থীদের ১৯-২০ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

Advertisement

এই নিয়োগ প্রক্রিয়াটির মাধ্যমে ২০,০০০ শূন্যপদ পূরণ করা হবে। মহিলা/এসসি/এসটি/পিডব্লিউডি/ইএসএম ব্যাতীত অন্যান্য ক্যাটেগরির প্রার্থীদের আবেদনপত্রের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ধার্য হয়েছে ১০০ টাকা।

কী ভাবে পরীক্ষার্থীরা আবেদন জানাবেন-

১. প্রথমেই এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in.-এ যেতে হবে।

২. এর পর 'এসএসসি সিজিএল ২০২২' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এখানে লগ ইন ডিটেলস দিয়ে 'সাবমিট' করতে হবে।

৪. তার পর আবেদনপত্রটি পূরণ করে আবেদনপত্রের জন্য বরাদ্দ মূল্যটি জমা করে দিতে হবে।

৫. এ বার আবেদনপত্রটি ডাউনলোড করে এক কপি প্রিন্ট নিয়ে নিজের কাছের কাছে রাখতে হবে ভবিষ্যতের সুবিধার্থে।

Advertisement
আরও পড়ুন