Pre Matric Scholarship

বন্ধ হল প্রথম থেকে অষ্টম শ্রেণির সংখ্যালঘু পড়ুয়াদের প্রি-ম্যাট্রিক স্কলারশিপ, কেবল নবম-দশমে চালু

২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ২১:৩৫
প্রি-ম্যাট্রিক স্কলারশিপ।

প্রি-ম্যাট্রিক স্কলারশিপ। প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারের প্রি-ম্যাট্রিক স্কলারশিপটি এখন থেকে আর প্রথম থেকে অষ্টম শ্রেণির সংখ্যালঘু শিক্ষার্থীদের দেওয়া হবে না। কেবল মাত্র নবম ও দশম শ্রেণির সংখ্যালঘু পড়ুয়ারাই কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের এই স্কলারশিপটি পাবে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।

ন্যাশনাল স্কলারশিপের পোর্টালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে প্রি-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের এই নতুন নিয়মটি কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং আদিবাসী বিষয়ক মন্ত্রকের পরামর্শ মেনেই চালু করা হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৯-এর শিক্ষার অধিকার আইনটি (আরটিই) সমস্ত সরকারকে বাধ্যতামূলক ভাবে শিশুদের বিনামূল্যে ও আবশ্যিক প্রাথমিক শিক্ষা (প্রথম থেকে অষ্টম শ্রেণি) প্রদানের বিষয়টি চালু করে। সেই জন্যেই কেবল নবম ও দশম শ্রেণির সংখ্যালঘু পড়ুয়াদেরই কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং আদিবাসী বিষয়ক মন্ত্রকের প্রি-ম্যাট্রিক স্কলারশিপটি দেওয়া হয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে কেবলমাত্র নবম ও দশম শ্রেণির সংখ্যালঘু পড়ুয়ারাই এই স্কলারশিপটি পাবে। প্রতিষ্ঠানের নোডাল অফিসার, জেলার নোডাল অফিসার বা রাজ্যের নোডাল অফিসাররা সংখ্যালঘু মন্ত্রকের প্রি-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের জন্য সমস্ত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের আবেদনগুলি খতিয়ে দেখবেন।

প্রসঙ্গত, মার্চ মাসেই পার্লামেন্টে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জানান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পর ৫ কোটি ২০ লক্ষ স্কলারশিপ দেশের সংখ্যালঘু পড়ুয়াদের দেওয়া হয়েছে, যেখানে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আগে ৩.৩ কোটি স্কলারশিপ ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন