Esha Deol

মাদক নেন, ‘রিহ্যাব’ ঘুরে এসেছেন! মা হেমা মালিনীর কাছে কী ভাবে নিজেকে প্রমাণ দেন এষা?

শোনা যায়, বলিউডে ব্যর্থ হতেই নাকি মাদক সেবন শুরু করেন এষা দেওল। অবস্থা এমন পর্যায়ে যায় যে অভিনেত্রীকে নাকি ‘রিহ্যাবে’ পাঠাতে হয়!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৭:০৩
Esha Deol reveals she was undergone blood test to proof she is not addicted to mother Hema Malini

হেমা মালিনীর সঙ্গে এষা দেওল। ছবি: সংগৃহীত।

বলিপাড়ার দুই জনপ্রিয় তারকা ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর কন্যা এষা দেওল। হিন্দি ফিল্মজগতে ন’বছরের কেরিয়ার। তবুও ঝুলিতে একটিও একক হিট নেই অভিনেত্রীর। একের পর এক ছবি ফ্লপ হওয়ার পর বলিপাড়া থেকে দূরে সরে যান। শোনা যায়, বলিউডে ব্যর্থ হতেই নাকি মাদক সেবন শুরু করেন এষা। অবস্থা এমন পর্যায়ে যায় যে অভিনেত্রীকে নাকি ‘রিহ্যাবে’ পাঠাতে হয়। অবশেষে হেমা মালিনীর আত্মজীবনী ‘বিওন্ড দ্য ড্রিম গার্ল’-এ এই বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, কখনও মাদক নেননি। হ্যাঁ পার্টি করতেন, মদ্যপানও করেছেন। তবে খবর প্রকাশ্যে আসতেই মা হেমা মালিনীকে বিশ্বাস করাতে কী করেন?

Advertisement

২০০২ সালে ‘কোয়ি মেরে দিল সে পুছে’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন এষা। এই ছবিতে সঞ্জয় কপূর এবং আফতাব শিবদাসানির সঙ্গে অভিনয় করেন তিনি। তারকা-কন্যার কেরিয়ারের প্রথম ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। এছাড়াও কেরিয়ারের গোড়ার দিন থেকেই শুনতে হয়েছে মায়ের সঙ্গে তুলনা। এমনকি শুনতে হয়েছে নায়িকাসুলভ হাবভাবই নেই তাঁর মধ্যে। তার মধ্যে এমন অপবাদ। এষা জানান, তিনি রক্ত পরীক্ষা পর্যন্ত করান। এষার কথায়, ‘‘আমাকে নিয়ে এ ধরনের খবরে অবসাদে চলে যাচ্ছিলম। মা যাতে ভুল না বোঝে রক্ত পরীক্ষা করাতে রাজি হই। আমি জীবনে পার্টি করেছি, মাঝেমধ্যে মদ্যপান করেছি। কিন্তু, এমন কোনও কাজ করিনি যে পারিবারিক সুনাম নষ্ট হবে।’’

Advertisement
আরও পড়ুন