Employment in Paschim Bardhaman

পশ্চিম বর্ধমানের শিশু সুরক্ষা কার্যালয়ে লোক নেওয়া হবে, বেতন কত?

আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১৭:১৪
পশ্চিম বর্ধমানে কাজের সুযোগ।

পশ্চিম বর্ধমানে কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

পশ্চিম বর্ধমানের শিশু সুরক্ষা কার্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে।

ডেটা অ্যানালিস্ট এবং আউট রিচ ওয়ার্কার পদে নেওয়া হবে কর্মী। উভয় পদেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। ডেটা অ্যানালিস্ট প্রতি মাসে বেতন পাবেন ১৮,৫৩৬ টাকা এবং আউট রিচ ওয়ার্কার বেতন পাবেন প্রতি মাসে ১২ হাজার টাকা।

Advertisement

আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ডেটা অ্যানালিস্ট পদের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পরিসংখ্যান/ গণিত/ অর্থনীতি/ কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হওয়া প্রয়োজন। আউট রিচ ওয়ার্কার পদের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিশ’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে মেল করতে হবে। ৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র মেল করা যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আরও পড়ুন
Advertisement