NIBMG Recruitment 2025

কল্যাণীর কেন্দ্রীয় প্রতিষ্ঠানে গবেষণামূলক কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৫০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৭:০১
NIBMG Kalyani

এনআইবিএমজি। সংগৃহীত ছবি।

কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)-এ গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রকল্পের কাজে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘ন্যাশনাল সুপারকম্পিউটিং মিশন (এনএসএম) প্ল্যাটফর্ম ফর জেনোমিক্স অ্যান্ড ড্রাগ ডিসকভারি’। একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে এই গবেষণার কাজ করছে এনআইবিএমজি।

সংশ্লিষ্ট প্রকল্পে নিয়োগ হবে পোস্ট-ডক্টরাল সায়েন্টিস্ট পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর পর তাঁর কাজের ভিত্তিতে, প্রকল্পের প্রয়োজন এবং ফান্ডিং অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।

প্রকল্পের কাজে আগ্রহীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৫০,০০০ টাকা।

আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স/ কম্পিউটেশনাল বায়োলজি/ বায়োইনফরমেটিক্স বা সম্পর্কিত বিষয়ে পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের এর জন্য নিজেদের জীবনপঞ্জি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৪ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন