মাধ্যমিক পরীক্ষায় শিক্ষক-শিক্ষিকারা কী করবেন, কী করবেন না তার ১১ দফা গাইডলাইন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এই গাইডলাইন মেনে কাজ না করলে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে বলে উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।
গাইডলাইনে বলা হয়েছে—
- শিক্ষক ও শিক্ষিকাদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং করতে হবে।
- পর্ষদের দেওয়া নির্দেশকে যথাযথ মান্যতা দিতে হবে প্রত্যেককে।
- পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের উপর নজর রাখতে হবে। কোনও আপত্তিকর বিষয় চোখে পড়লে ব্যবস্থা গ্রহণ করতে হবে দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষিকাদের।
- শুধু পরীক্ষা হল-ই নয়, শৌচালয়-সহ সমগ্র পরীক্ষাকেন্দ্রে বিশেষ নজরদারি রাখতে হবে।
- পরীক্ষার পর উত্তরপত্র সুরক্ষিত ভাবে বেঁধে (প্যাকেটিং) রাখতে হবে।
- পরীক্ষা সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে সমস্ত বৈঠক হয়, তাতে যোগ দিতে হবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের।
- প্রয়োজন হলে যে স্কুলগুলিতে সেন্টার নেই, সেখানকার শিক্ষক-শিক্ষিকাদেরও দায়িত্ব দিতে হবে।
এ ছাড়াও আরও বেশ কিছু নির্দেশ দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, ২০২৫-র মাধ্যমিক পরীক্ষা ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ২টো নাগাদ।