loksabha

লোক নেবে লোকসভা, বেতন প্রায় ১ লাখ, আবেদন করবেন কী ভাবে?

নিয়োগের পর প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫৬,১০০টাকা থেকে ১,৭৭৫০০ টাকা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১৬:৩৯
লোকসভায় চাকরি।

লোকসভায় চাকরি। ছবি: সংগৃহীত।

সম্প্রতি লোকসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংসদের ওয়েবসাইটে। অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

ইন্টারপ্রিটর পদে নিয়োগ করা হবে কর্মী। ইংরেজি-হিন্দি, আঞ্চলিক ভাষা-ইংরেজির জন্য ইন্টারপ্রিটর নেওয়া হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা— প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার। উভয় পদের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইংরেজিতে স্নাতকোত্তর হতে হবে। আগে অনুবাদকের কাজ করে থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

Advertisement

মোট ১৩টি শূন্যপদ রয়েছে। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। শুধু ভারতের নাগরিকরাই আবেদন করতে পারবেন। নিয়োগের পর প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭৫০০ টাকা।

আবেদন প্রক্রিয়া:

চাকরিপ্রার্থীকে সংসদের ওয়েবসাইটে গিয়ে যেতে হবে ‘লোকসভা’-য়। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ৩ এপ্রিল আবেদন জানানোর শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সংসদের ওয়েবসাইটটি দেখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement