Engineer

মাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং! কোন উপায়ে?

এই প্রতিবেদনে পলিটেনিক নিয়ে পড়াশোনার খুঁটিনাটি আলোচনা করা হল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৩:০৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাধ্যমিক পাশ করার পর এক জন শিক্ষার্থী পলিটেকনিক নিয়ে পড়াশোনা করতে পারেন। এটি ৩ বছরের একটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স। পলিটেকনিক পাশের পর স্বনামধন্য সংস্থায় ভাল চাকরি পাওয়ার সুযোগও রয়েছে। এই প্রতিবেদনে পলিটেনিক নিয়ে পড়াশোনার খুঁটিনাটি আলোচনা করা হল।

পলিটেকনিকে কী কী বিভাগ রয়েছে

Advertisement

সিভিল ইঞ্জিনিয়ারিং

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিনিক্স ইঞ্জিনিয়ারিং

অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং

যোগ্যতা

পলিটেকনিকের যে কোনও বিভাগে পড়ার জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক পাশ করতে হবে। দশম শ্রেণি পাশের পর পশ্চিমবঙ্গে পলিটেকনিক কলেজে পড়ার জন্য শিক্ষার্থীদের জেক্সপো (জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক্স) প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা পাশের পর শিক্ষার্থীদের মেধা তালিকার উপর ভিত্তি করে পলিটেকনিক প্রতিষ্ঠান গুলিতে ভর্তি হতে পারেন।

জেক্সপো প্রবেশিকা পরীক্ষার বিস্তারিত বিবরণ: এটি একটি রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষা পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা পরিচালিত হয়। ভারতের নাগরিক হতে হবে।ন্যূনতম ১৫ বছর বয়স হতে হবে শিক্ষার্থীর। মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। ৫টি বিষয়কে কেন্দ্র করে প্রশ্নপত্র তৈরি হয়। ৪০ নম্বর থাকে গণিত বিষয়ে, ২০ নম্বর পদার্থ বিজ্ঞানে, ২০ নম্বর রসায়ন বিষয়ে, ১০ নম্বর ইংরেজি এবং ১০ নম্বর থাকে অ্যাপ্টিটিউড বিষয়ে। মোট ১২০ মিনিটের পরীক্ষা হয়। জেক্সপো প্রবেশিকা পরীক্ষা পাশের পর মেধাতালিকার ভিত্তিতে কাউন্সেলিং শুরু হয়। শিক্ষার্থীরা এই পরীক্ষা পাশের পর কাউন্সেলিং-এ উত্তীর্ণ হলে রাজ্যের সরকারি ও বেসরকারি সাহায্য প্রাপ্ত পলিটেকনিক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।

পলিটেকনিক পাশের পর চাকরির সুযোগ:

পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করার পর শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে শংসাপত্র দেওয়া হয়। পাশ করার পর বিভাগ অনুয়ায়ী চাকরির সুযোগ রয়েছে। অর্থাৎ কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেন, তা হলে তাঁর কাজের সুযোগ সেই সংক্রান্ত ক্ষেত্রগুলিতেই অনেক বেশি। যদিও পলিটেকনিক নিয়ে পড়ার সময় প্রথম সেমিস্টারে এক জন শিক্ষার্থীকে সব বিষয় নিয়েই পড়তে হয়। প্রথম সেমিস্টার পাশের পর শিক্ষার্থীদের বিভাগ অনুয়ায়ী পড়তে হয়। পলিটেকনিক পাশের পর রাজ্যে সরকারি চাকরির সুযোগও রয়েছে।পঞ্চায়েত সংক্রান্ত ক্ষেত্রগুলিতে সিভিল, ইলেকট্রিক্যালে চাকরির সুযোগ রয়েছে। রেলওয়েতেও জুনিয়র ইঞ্জিনিয়র, লোকো পাইলট-সহ আরও কাজের সুযোগ রয়েছে পলিটেকনিক নিয়ে পাশ করার পর।

Advertisement
আরও পড়ুন