SAIL Recruitment 2024

দুর্গাপুর স্টিল প্লান্টের হাসপাতালে নার্সদের প্রশিক্ষণের সুযোগ, শূন্যপদ ৫১টি

নার্সিং-এর প্রশিক্ষণের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া জরুরি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৭:৪০
DSP

দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। সংগৃহীত ছবি।

নার্সিং নিয়ে পড়াশোনার পর চাকরির খোঁজে রয়েছেন? কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির জন্য এ বার কোর্স করাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। সম্প্রতি এই মর্মে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেল) অধীনস্থ দুর্গাপুর স্টিল প্লান্ট (ডিএসপি)-এর তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, দুর্গাপুর স্টিল প্লান্টের মাল্টিস্পেশালিটি হাসপাতালে প্রশিক্ষণ দেওয়া হবে প্রার্থীদের। এর জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহীদের আগে থেকে কোনও আবেদনপত্র পাঠাতে হবে না।

Advertisement

হাসপাতালে যোগ্যতাসম্পন্ন নার্সদের ‘প্রফিশিয়েন্সি ট্রেনিং’ বা দক্ষতাবৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে। মোট শূন্যপদ ৫১টি। হাসপাতালের আইসিইউ, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স-সহ বিভিন্ন বিভাগে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। প্রশিক্ষণ চলবে ১৮ মাস ধরে। সপ্তাহে ছ’দিন আট ঘণ্টা করে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। নিযুক্তদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১০,০০০ টাকা।

নার্সিং-এর প্রশিক্ষণের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারিতে ডিপ্লোমা বা বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন রাজ্য বা কেন্দ্রীয় নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেটেরও।

দুর্গাপুর স্টিল প্লান্টের মেন হাসপাতালে আগামী ৩ এবং ৫ ডিসেম্বর নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টের মধ্যে বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি প্রার্থীদের উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সেল-এর ওয়েবসাইটে যেতে হবে।

আরও পড়ুন
Advertisement