Jadavpur University

সাংবাদিক হতে চান? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটি কেরিয়ারে সাহায্য করতে পারে

৩০ নভেম্বর শেষ দিন অনলাইন ফর্ম জমা দেওয়ার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৮:৪৪
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন বিভাগে স্নাতকোত্তর ডিপ্লোমায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২২-২৩ বর্ষের পাঠক্রমের ব্যবস্থাপনায় থাকে ডিপার্টমেন্ট অফ অ্যাডাল্ট কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন(ডিএসিইই)। মোট ১ বছরের কোর্স হয়। এক নজরে দেখে নিন বিস্তারিত।

গুরুত্বপূর্ণ তারিখ

Advertisement

http://www.jaduniv.edu.in/ এবং https://admission.jdvu.ac.in/ এই ওয়েবসাইট থেকে ৯ নভেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত ফর্ম পাওয়া যাবে। ৩০ নভেম্বর শেষ দিন অনলাইন ফর্ম জমা দেওয়ার।

  • প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হবে ১০ ডিসেম্বর ২০২২ তারিখে, দুপুর ২টায়।
  • প্রবেশিকা পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর ২০২২ তারিখে।
  • কাউন্সেলিং প্রক্রিয়া আয়োজিত হবে ২০ ডিসেম্বর ২০২২ তারিখে।
  • ২১ এবং ২২ ডিসেম্বরে ভর্তির প্রক্রিয়া চলবে।
  • সম্ভবত ৩ জানুয়ারি ২০২৩ থেকে পঠনপাঠন শুরু হবে এই বর্ষের, বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধে সাড়ে ৮টা পর্যন্ত ক্লাস চলবে।

কোর্স ফি: ভারতীয় মুদ্রায় ২০ হাজার টাকা।

যোগ্যতা: সাংবাদিকতা ও মাস কমিউনিকেশন নিয়ে বা যে কোনও বিভাগে স্নাতক হতে হয়।

পরীক্ষার পদ্ধতি: সাধারণ জ্ঞান, সাধারণ ঘটনাবলি, বিজ্ঞাপন, জনসংযোগ, মুদ্রণমাধ্যম (প্রিন্ট মিডিয়া), দৃশ্য-শ্রাব্য মাধ্যম (অডিয়ো ভিসুয়্যাল মিডিয়া),অনলাইন-ডিজিটাল মাধ্যম (নিউ মিডিয়া) সংক্রান্ত বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়। প্রথমে লিখিত পরীক্ষা হয় এবং তার পরে কাউন্সেলিং হয়। এই দুই ধাপে উত্তীর্ণ শিক্ষার্থীরা মেধাতালিকা অনুযায়ী ভর্তি হতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement