ইগনু। সংগৃহীত ছবি।
বিশ্ব জুড়ে পশুপ্রেমী মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে তার উল্টোটাও দেখা যায়। অবলা প্রাণীদের অত্যাচারিত হওয়ার খবরও শিরোনামে আসে। তাই এ বার সকলের জন্যই প্রাণীকল্যাণের উপর একটি বিশেষ কোর্স করাবে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। একটি নামী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে কোর্সের আয়োজন করা হবে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০ সালের জুলাই মাসে দূরশিক্ষা মাধ্যমে এই কোর্স চালু হয়। নাম— ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন অ্যানিমাল ওয়েলফেয়ার’। এটি এখন ‘লার্জেস্ট গ্লোবাল অ্যানিমাল ওয়েলফেয়ার এডুকেশন প্রোগ্রাম’ বা বিশ্বের বৃহত্তম প্রাণীকল্যাণ শিক্ষা কর্মসূচি বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তরফে চলতি বছরের জানুয়ারি মাসের ‘সেশন’-এর জন্য সংশ্লিষ্ট কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এই পাঠক্রম তৈরি এবং চালুর ক্ষেত্রে সহযোগিতা করবে ইংল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়। মূলত প্রাণী কল্যাণের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার ঘটানো এই পাঠক্রম চালুর উদ্দেশ্য।
সংশ্লিষ্ট কোর্সে পড়ানো হবে প্রাণীকল্যাণ সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং নীতিনৈতিকতা, বর্তমান সমস্যা, নানাবিধ আইনবিধি, প্রাণীকল্যাণ সংগঠন-সহ নানা বিষয়। কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে বিভিন্ন সংস্থায় কর্মরত অর্থাৎ প্রাণীকল্যাণের বিষয়ে জানতে ইচ্ছুক যে কোনও ব্যক্তিই।
আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।