Indian Statistical Institute

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট-এর

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের ৩টি আলাদা প্রজেক্টের কাজে নিয়োগ করা হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ২২:০৩
ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট-এ নিয়োগ।

ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট-এ নিয়োগ। সংগৃহীত ছবি।

ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) বিভিন্ন প্রজেক্টে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আইএসআই-এর সরকারি ওয়েবসাইট-https://www.isical.ac.in/ বা সরাসরি https://www.isical.ac.in/jobs-লিঙ্কে গিয়ে এই নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাব়েন।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাময়িক সময়ের জন্য ৩ জন প্রার্থীকে ৩টি আলাদা প্রজেক্টের কাজে নিয়োগ করা হবে।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা: এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং-এর নির্দিষ্ট কিছু বিষয়ে এমএসসি বা এমই বা এমটেক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা প্রজেক্টগুলির বিষয়গুলি সম্পর্কিত কাজের অভিজ্ঞতা থাকাও কাঙ্ক্ষিত।

প্রজেক্টে কাজের মেয়াদ: এই চাকরিতে প্রার্থীদের ৩১মার্চ পর্যন্ত কাজে নিয়োগ করা হবে।

বয়ঃসীমা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের বেশি হওয়া চলবে না। তবে এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে বেশ কিছুটা ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো: এই পদে নিযুক্ত প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক ২৮০০০-৩৬০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: এই পদে আবেদনের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ইনস্টিটিউটের কম্পিউটার ও কমিউনিকেশন সার্ভিসেস বিভাগের প্রফেসর ইন চার্জকে উদ্দেশ্য করে সমস্ত প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র জমা দিতে হবে।

ইন্টারভিউয়ের দিনক্ষণ: আগামী ১৬ ডিসেম্বর সকাল ১১টায় এই পদে নিয়োগের ইন্টারভিউটির আয়োজন করা হয়েছে।

ইন্টারভিউয়ের স্থান: ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্ল্যাটিনাম জুবিলি অ্যাকাডেমিক বিল্ডিংয়ের তিন তলায় মেশিন লার্নিং ইউনিট-এ এই ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন