আইআইটি খড়গপুর। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে গবেষক নেওয়া হবে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানের গণিত বিভাগের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে নিয়োগ হবে।। ‘কম্বিনেটোরিয়াল কমিউটেটিভ অ্যালজেব্রা’ প্রকল্পের জন্য নেওয়া হচ্ছে জেআরএফ।
আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। বিশেষ শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গণিতে স্নাতকোত্তর হওয়া প্রয়োজন। পাশাপাশি, নেট/গেট উত্তীর্ণ হতে হবে। নিযুক্তদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে সর্বাধিক ৩১,০০০ টাকা পর্যন্ত মাসিক ফেলোশিপ পাবেন।
আবেদন প্রক্রিয়া:
আবেদনের জন্য প্রার্থীকে আইআইটি খড়গপুরের ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন প্রথমে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য কোনও টাকা জমা দিতে হবে না। আবেদনের শেষ দিন ২০ মার্চ।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে।