আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।
রাজ্যের নামী প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। তাতে জানানো হয়েছে, একটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট প্রকল্পে স্বল্প সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালাচারাল রিসার্চ (আইকার)-এর অর্থপুষ্ট। প্রকল্পটির নাম— ‘এআইসিআরপি অন আর্গোনমিক্স অ্যান্ড সেফটি ইন এগ্রিকালচার অ্যান্ড অ্যালায়েড সেক্টর’।
প্রকল্পে প্রোজেক্ট অফিসার-রিসার্চ পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্তদের কাজের মেয়াদ এক বছর। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি মাসে নিযুক্তদের পারিশ্রমিক হবে সর্বাধিক ৩৭ হাজার টাকা।
আবেদনকারীদের ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার এবং সম্পর্কিত ইঞ্জিনিয়ারিং বিভাগে এমটেক থাকতে হবে। যাঁদের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে বিটেক রয়েছে, তাঁরাও আবেদন করতে পারেন। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ২৪ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।