(বাঁ দিকে) সাকেত গোখলে। অমিত শাহ (ডান দিকে)। —ফাইল চিত্র।
সিবিআই মামলায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তৃণমূল সাংসদ সাকেত গোখলের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গ সরকারকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সিবিআই-সহ বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলার সুরাহা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ। তারই জবাব দেন শাহ। তিনি বলেন, ‘‘স্বরাষ্ট্র দফতরের অধীনেই নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।’’
রাজ্যসভায় সাকেত বলেছিলেন, যে কোনও কিছুতেই তদন্তের ভার দিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। অথচ তার কোনও ফলাফল পাওয়া যাচ্ছে না। ছ’হাজার ৯০০টিরও বেশি মামলার তদন্তে সিবিআই-সহ বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই জবাব দিতে উঠে শাহ বলেন, সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি আদৌ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে নেই। এই সব মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে নিছক তর্ক করার জন্য। এর পরেই তিনি বলেন, “যে মামলাগুলির কথা বলা হচ্ছে তা দুর্নীতির তদন্তের জন্য নয়। ভোট-পরবর্তী হিংসার মামলায় উচ্চ আদালত ও শীর্ষ আদালতের নির্দেশেই সিবিআই তদন্তভার নিয়েছে। ভোট পরিস্থিতিতে বহু মানুষ অত্যাচারের শিকার হয়েছেন। একাধিক জন ধর্ষণেরও শিকার। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিত ও নির্যাতিতারা। তাতেই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।”
বুধবার তৃণমূল সাংসদকে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এরা আদালত মানে না। কারা জমিদারি চালাচ্ছে তা সারা দেশ দেখছে।’’ বেশির ভাগ মামলার সুরাহা না হওয়ার কারণ হিসেবে শাহের উত্তর, ‘‘বাংলায় একটাও বিশেষ সিবিআই আদালত নেই।’’
তর্কের সময় শাহের উদ্দেশে সাকেত বলেছিলেন, “আপনি ভয় পেয়ে গিয়েছেন।” তার জবাবে শাহের উত্তর, ‘‘আমি কারও দয়ায় এখানে আসিনি। কোনও মতাদর্শের বিরোধিতা করতে করতে এখানে ঢুকে পড়িনি। সাত বার জয়ী হয়ে এখানে এসে পৌঁছেছি।”