Pocso Court

হাবড়ায় নাবালিকাকে ধর্ষণে যাবজ্জীবন কারাদণ্ড বৃদ্ধার, শাস্তি শোনাল বারাসতের বিশেষ পকসো আদালত

পুলিশ সূত্রে খবর, ২০১৭ সালে মেয়েকে বাড়িতে রেখে আত্মীয়র বাড়িতে গেছিলেন নাবালিকার মা। সেই সময়ে তাঁদের ওই প্রতিবেশী ব্যক্তি নাবালিকাকে ঘরে একা পেয়ে ঘরে ঢুকে তাঁর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ০১:৫৮

— প্রতীকী চিত্র।

হাবড়ার নাবালিকা ধর্ষণ মামলায় ৭২ বছরের এক বৃদ্ধকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা দিল আদালত। বুধবার বারাসাতের বিশেষ পকসো আদালতের বিচারক ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছ’মাস কারাদণ্ডের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ২০১৭ সালে মেয়েকে বাড়িতে রেখে আত্মীয়র বাড়িতে গেছিলেন নাবালিকার মা। সেই সময়ে তাঁদের ওই প্রতিবেশী ব্যক্তি নাবালিকাকে ঘরে একা পেয়ে ঘরে ঢুকে তাঁর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন। অভিযুক্ত নাবালিকাকে তাঁর ছাগলটি খাটালে বেঁধে দিয়ে আসার জন্য তাদের বাড়িতে যেতে বলেন। অভিযোগ, সেই সময় বাড়ির পাশের একটি বাগানে নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার তিন দিন পর শারীরিক অসুস্থতার সম্মুখীন হয় ওই নাবালিকা। তখন পরিবারকে জানালে, তারা অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে হাবরা থানায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নাবালিকার যৌনাঙ্গের আঘাতের বিষয়টি মেডিক্যাল রিপোর্টে প্রমাণিত হয়। সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে বুধবার বারাসাত পকসো আদালতের বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় অতিরিক্ত ছ’মাস কারাদণ্ডের নির্দেশ দেন।

Advertisement
আরও পড়ুন