ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) কলকাতায় কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রমেন্টাল স্টাডিজ়-এর একটি গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। ওই শূন্যপদে এক জনকে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্প ‘বায়োরেমিডিয়েশন অ্যান্ড রিসাইক্লিং অফ পারবয়েলড রাইস-মিল ওয়েস্ট-এফ্লুয়েন্ট ফর সাস্টেনেবেল হাইড্রোপোনিক্স অ্যান্ড ইন্ডিজেনাস ফিসারজ় বাই ওমেন’-এ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। বায়োরেমিডিয়েশন নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর ন্যাচারাল বা এগ্রিকালচারাল সায়েন্সেস কিংবা ভেটেরিনারি সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন।
উল্লিখিত প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে এক বছরের চুক্তিতে বহাল রাখা হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ২০,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীদের আইআইএসইআর, কলকাতা-র দফতরে সরাসরি জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ৬ জানুয়ারি ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।