ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের তরফে গ্রুপ বি এবং সি বিভাগের বিভিন্ন পদে কাজ করতে হবে। মোট শূন্যপদ ১৬টি।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, জুনিয়র স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট গ্রেড, ড্রাইভার, কুক এবং ল্যাব অ্যাটেন্ড্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। দশম এবং দ্বাদশ উত্তীর্ণ থেকে শুরু করে বিজ্ঞান এবং টেকনোলজি শাখায় স্নাতকরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এবং ল্যাব অ্যাটেন্ড্যান্ট পদে ১৮ থেকে ২৮ বছর বয়সিরা আবেদন জানাতে পারবেন। অন্যান্য পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর। নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন পাঠাতে হবে ৬ জানুয়ারির আগে। পাশাপাশি, আবেদনমূল্য হিসাবে ৭০০ টাকা জমা দিতে হবে। কবে পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে জানতে নিয়মিত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।