ছবি: সংগৃহীত।
বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। সিনিয়র ম্যানেজার, অ্যাসোসিয়েট ম্যানেজার, ম্যানেজার এবং অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ চারটি।
কোন পদে কারা আবেদন করতে পারবেন?
সিনিয়র ম্যানেজার পদে এনার্জি বা পাওয়ার সেক্টরে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং এমবিএ সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। অ্যাসোসিয়েট ম্যানেজার পদে মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকরা আবেদনের সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি সেক্টরে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
ম্যানেজার পদে ১০ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে ওই ব্যক্তির রিনিউয়েবল এনার্জি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট পদে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সি ব্যক্তিকে নিয়োগ করা হবে। ওই পদের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিংবা এমবিএ সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। বয়স অনূর্ধ্ব ৪৫ বছর হওয়া প্রয়োজন।
নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:
প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে। নিযুক্ত ব্যক্তিরা বছরে ২২ থেকে ৬০ লক্ষ টাকা বেতন হিসাবে পাবেন। আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে। আবেদনের শেষ দিন ৭ জানুয়ারি। নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।